1. habiburrahman27102000@gmail.com : দৈনিক কুমিল্লা এক্সপ্রেস : দৈনিক কুমিল্লা এক্সপ্রেস
  2. info@www.dailycumillaexpress.com : দৈনিক কুমিল্লা এক্সপ্রেস :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ : আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জালিয়াতি করে খাসজমি হাতিয়ে নিতে গিয়ে গ্রেফতার হয়েছে সাংবাদিক নামধারী এক ব্যক্তি।

বুধবার (২১মে) বিকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে লক্ষীপুর রায়পুর এলাকার মনির আহম্মদের পুত্র রেজাউল করিম সোহাগকে। এ সময় জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নামের একটি ভুঁইফোড় সংগঠনের নাম দিয়ে সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকার ভুমিহীন, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের লেখাপড়ার কথা উল্লেখ করে ১নং খাস খতিয়ানের জমি বরাদ্দ পাওয়ার জন্য জেলা প্রশাসকের নিকট একটি আবেদন করেন। আবেদনে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দস্তখত আছে ধৃত রেজাউল করিম সোহাগের।

দরখাস্তের ফরয়ার্ডিনএ খাসজমিতে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ মর্মে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের স্বাক্ষর দেওয়া হয়। দরখাস্তের ফরওয়ার্ডিংয়ে জেলা প্রশাসকের স্বাক্ষর দেখতে পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন আবেদনপত্রটি যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের স্বাক্ষরটি জাল প্রমাণিত করতে সক্ষম হয়েছেন।

জেলা প্রশাসক জানান, একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জালিয়াতি করে বড় অপরাধ করেছেন ধৃত ব্যক্তি। এধরনের অপরাধের পিছনে অন্য কারো যোগসূত্র থাকলে তাদের বিরুদ্ধেও আইনের আওতায় আনবেন। সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইলিয়াস খান বলেন, জালিয়াতির অভিযোগে ধৃত রেজাউল করিম সোহাগের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট