ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) লালমাই শাখার আয়োজন উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০০ জন উদ্যোক্তা নিয়ে এই আয়োজন সম্পন্ন করে IBWF লালমাই উপজেলা।IBWF লালমাই উপজেলার সভাপতি মু.কামাল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মু.নাজমুল হাসান এর সঞ্চালনায় সকাল ৯ টায় কুমিল্লার হেটেল নূরজাহান অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন - জেলা
যুব উন্নয়ন অধিদফতর এর উপ-মহা পরিচালক জনাব:মো:সামসুজ্জামান,জেলা কার্যলয়ের (বিসিক) উপ-মহাপরিচালক:মো:মুনতাছির মামুন,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো:নাছির উদ্দিন,মাইন্ড ট্রেইনর মাছুম খাঁন,IBWF কুমিল্লা মহানগরী সভাপতি ও সাবেক কাউন্সিলর মো:মোশারফ হোসাইন,জেলা সভাপতি:ইসরাইল মজুমদার,IBWF লালমাই এর উপদেষ্টা:মাও:আব্দুন নূর,ইমাম হোসাইন, সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ূর মজু: কামাল,উত্তরণ প্রপার্টিজ লি: এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন সহ অনেকে।
বক্তারা বলেন আজকের আয়োজন থেকে যদি একজনও উদ্বুদ্ধ হয়ে উদ্যোক্তা হয় এবং সফলতা অর্জন করে তাহলেই আজকের অনুষ্ঠান সার্থক।এসময় তারা উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ ও উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।