1. habiburrahman27102000@gmail.com : দৈনিক কুমিল্লা এক্সপ্রেস : দৈনিক কুমিল্লা এক্সপ্রেস
  2. info@www.dailycumillaexpress.com : দৈনিক কুমিল্লা এক্সপ্রেস :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর ভাই!

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সরদার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে যোগ দিয়েছেন। রোববার গঠিত এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে। এ সিদ্ধান্তকে ঘিরে ছাত্ররাজনীতির অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর ২০১৭ সালে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোয় বহিষ্কৃত হন। যদিও ২০১৯ সালের ১৭ এপ্রিল ওই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় সংগঠনে অন্তর্ভুক্ত করা হয়।

সাগরের ছোট ভাই সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছে ছাত্রদল। সাম্যের মৃত্যুতে ছাত্ররাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে।

এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে আমিরুল ইসলাম সাগর বলেন, ২০১৯ সালে ছাত্ররাজনীতি ছাড়ার পর থেকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না। আমি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নিতে এনসিপিতে যোগ দিয়েছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট