কোন পথে যাচ্ছে কুমিল্লার রাজনীতি,আসন গুলোর কি হচ্ছে?
সিনিয়র রিপোর্টার-দৈনিক কুমিল্লা এক্সপ্রেস
কোন পথে যাচ্ছে কুমিল্লার রাজনীতি। আসন গুলোর ভাগ্যের কি হবে?? কুমিল্লা ৯,১০,১১, আসন গুলোতে সীমানায় পরিবর্তন এসেছে। পূর্ববর্তী আসন বিন্যাস ছিল কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ, কুমিল্লা ১০ নাঙ্গলকোট- সদর দক্ষিণ -লালমাই এবং কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম।এই আসনগুলোতে নেতাকর্মীদের মাঝে বিশেষ করে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এই আসন পুনর বিন্যাস প্রক্রিয়াকে স্বাগত জানালেও দলের অধিকাংশই আসন পুনর্বিন্যাসের বিপক্ষে অবস্থান নিয়েছে।
বর্তমান কুমিল্লা ১০ আসনের জনপ্রিয় বিএনপি নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব মনিরুল হক চৌধুরীর সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে বিক্ষোভের।
তারা সাবেক যে নয় নির্বাচনী এলাকা অর্থাৎ কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড নিয়ে সদর দক্ষিণ উপজেলা ও লালমাই কে নিয়ে স্বতন্ত্র কুমিল্লা-৯ আসনের দাবী জানাচ্ছেন।
এদিকে বর্তমান কুমিল্লা ১০ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাও ইয়াছিন আরাফাত সাবেক কুমিল্লা-১০ পুনর্বহালের দাবী জানিয়েছেন।
এইক ভাবে কুমিল্লা-১১ আসন চৌদ্দগ্রাম উপজেলাকে নিয়ে গঠিত।বর্তমানে সেখানে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে।এ ব্যাপারে ডা.সৈয়দ আব্দুল্লা মু. তাহের নির্বাচন কমিশনারের সাথে দেখা করে কথা বলেছেন।তার নেতাকর্মীদের প্রত্যাশা চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে স্বতন্ত্র একটি আসন বলবৎ থাকবে।
এদিকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ২১ তারিখ পর্যন্ত আপিলের সময় পার হয়েছে।সংশ্লিষ্টরা তাদের আপীল প্রদান করেছেন।শিঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
এখন দেখার বিষয় কোন পথে হাঁটে নির্বাচন কমিশন।তবে এই এলাকার সাধারণ মানুষ এই আসন বিন্যাসে সন্তুষ্ট হতে পারে নি।তারা মনে করে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়ে এই জটিলতা ও সংকট দূর করে এলাকার উন্নয়ন সমুন্নত রাখতে সহায়ক হবেন।