রিপোর্টঃ জুনায়েদ আল হাবিব,
বাংলাদেশ জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ), লালমাই উপজেলার ৪নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন শাখার সেক্রেটারি মুহতারিমা নাজনীন সুলতানা'র সভাপতিত্ত্বে ছোটশরীফপুর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ৫০০+ জনশক্তি নিয়ে ইউনিয়ন নির্বাচনী কর্মী সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷ সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, ভূলইন দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা কর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব মাওলানা ইয়াছিন আরাফাত সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা বিভাগের সহ-সেক্রেটারি মুহতারিমা হাফছা বেগম শিফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি, মুহতারিমা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ীপাল্লা কে জয়যুক্ত করার ব্যপারে কর্মীদেরকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়.। সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।