
লালমাই প্রতিনিধি:
হাজার বছরের ঐতিহ্যের লীলাভূমি লালমাই অঞ্চল শুধু কুমিল্লার নয়, বরং বাংলাদেশের একটি স্বাতন্ত্র্যপূর্ণ পরিচয়ের অংশ— এমন মন্তব্য করেছেন লালমাই ক্লাবের সভাপতি ড. আশিকুর রহমান।
রবিবার (২৮ সেপ্টেম্বর) লালমাই উপজেলা বাগমারাস্থ বাজারে লালমাই ডায়াবেটিস সমিতির কনফারেন্স রুমে লালমাই ক্লাবের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, শত বছরের ঐতিহ্য বহনকারী লালমাই অঞ্চল বাংলাদেশের স্বাতন্ত্র্যপূর্ণ পরিচয়ের অংশ। এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে গঠিত হয়েছে লালমাই ক্লাব। এই ক্লাব লালমাইকে একটি সমৃদ্ধ ও উদ্ভাবনী উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখে। আমরা আশা করি, অদূর ভবিষ্যতে লালমাই সমগ্র দেশের মধ্যে একটি আদর্শ উপজেলা হিসেবে খ্যাতি অর্জন করবে।
তিনি আরও বলেন, “লালমাই ক্লাব সেসব মানুষদের নিয়ে কাজ করবে যারা স্বপ্ন দেখতে পছন্দ করে যারা এই দেশকে এই সমাজকে পরিবর্তন করতে চায়। তিনি বলেন আমাদের সংগঠন নেতৃত্ব তৈরি করার পাশাপাশি এখানকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের স্বাবলম্বী করার সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে লালমাই ক্লাবের যুগ্ম সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, লালমাই ক্লাবের কোষাধ্যক্ষ মু. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল রনি, লালমাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, জনকণ্ঠ লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদারসহ লালমাই ক্লাবের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ন্যায় প্রতিষ্ঠা সমাজ সংস্কার ও স্বাস্থ্যবান নাগরিক গড়ার লক্ষ্যে ২০২৫ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে লালমাই ক্লাব।
Like this:
Like Loading...
Related