আগামী ১৫ অক্টোবর ২০২৫ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ,রাষ্ট্রবিজ্ঞান ৪৯ ব্যাচ এর সমাপনী সংসদ অনুষ্ঠিত হবে।
জানা গেছে অনার্স (২০১৯ ও ২০২০)সেশনের শিক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে তারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন।
অনার্স জীবনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য ও নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য তারা এই সমাপনী সংসদের আয়োজন করেছে।
ইতোমধ্যে সমাপনী সংসদ বাস্তবায়ন কমিটি প্রোগ্রাম বাস্তবায়ন করার লক্ষ্যে অনলাইনে তাদের ব্যতিক্রমধর্মী প্রচার ও প্রচারণা চালাচ্ছে। যা ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া তুলেছে।
আয়োজক কমিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিত থেকে এই সমাপনী সংসদ সুন্দরভাবে সমাপ্ত করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।