পরতি ফাযিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডির এডহক কমিটি গঠন।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মনোনয়নে সভাপতি ইঞ্জি: মইনুল ইসলাম,বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, ফরহাদ উদ্দিন, মাস্টার সেলিম মিয়া ও দাতা সদস্য হিসাবে কাজী জাফর আহমেদ রাজনের নাম প্রকাশিত হয়।
এছাড়া অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন মো:জসিম উদ্দিন (পরতী),আবুল হাসেম,মাও:মহি উদ্দিন।শিক্ষক প্রতিনিধি মনোনীত করা হয় মাও:আবদুন নূরকে।
উল্লেখ্য পরতি ফাযিল ডিগ্রি মাদরাসার লালমাই উপজেলার একটি প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ।কিন্তু বিগত সময়ে বিভিন্ন ষড়যন্ত্রে এ প্রতিষ্ঠানের শিক্ষা ও অবকাঠামোর অবনতি ছাড়া উন্নতি হয়নি।
এই এলাকার সাধারণ মানুষ ও মাদরাসার সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা মাদরাসার অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করবে নব-মনোনীত এডহক কমিটির সকল সদস্য।
এ ব্যাপারে পরতি ফাযিল ডিগ্রি মাদরাসার সাবেক ছাত্র হাবিবুর রহমান রায়হান বলেন,
নতুন বিদ্যুৎসাহী সদস্য জসিম উদ্দিন,শিক্ষক প্রতিনিধি মাও আবদুন নূর, দাতা সদস্য জাফর আহমেদ রাজন সহ অনেকেই এই মাদরাসার সাবেক ছাত্র।
তাদের মাঝে মাদরাসার জন্য আলাদা আবেগ কাজ করবে।
আমি প্রত্যাশা করি তাদের হাত ধরে মাদরাসার বিদ্যমান সমস্যা গুলোর সমাধান হবে।