গতকাল রাত ৮টায় লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ভূশ্চি বাজারে ছাত্রলীগ কতৃক কয়েকজন শিবির কর্মীকে মারপিটের অভিযোগ আসে। এরপর স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা সেসব ছাত্রলীগ কর্মীকে ভূশ্চি বাজারে আটক করে জিজ্ঞাসাবাদ করে, এমতাবস্থায় পেছন থেকে যাদবপুর গ্রামের হায়াতুন্নবী নামে আরেক আওয়ামীলির সন্ত্রাসী অতর্কিত হামলা করে সুমন নামে এক পথচারী'র মাথা মারাত্মকভাবে জখম করে। পরে উপস্থিত জামায়াত শিবির কর্মীরা ঐ ছাত্রলীগ সন্ত্রাসী কে ধাওয়া দিলে সে লুকিয়ে যায়। পরবর্তীতে সে ছাত্রদল,বিএনপির লোকজন কে ফোন দিয়ে বাজারে এনে সোহেল মাহমুদ, এবায়েদ উল্লাহ নামে ২ জামায়াত কর্মীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।বর্তমানে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদিন আছে। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।